কমলগঞ্জ প্রতিনিধি। ০২ জানুয়ারি ২০১৭।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছেলে চন্দন রবিদাস তার মা ফুলকুমারী রবিদাসকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার শমমেরনগর চা বাগানের রবিদাস টিলা বস্তিতে এ ঘটনা ঘটে।

তর্কবির্তকের এক পর্যায়ে মায়ের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মা। পরে এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। শমশেরনগর চা বাগানের ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে এ কাজটি করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ নাসির উদ্দীন বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকে হত্যাকারী ঘাতক ছেলে চন্দন রবিদাসকে আটক করা হয়েছে।