সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। একই সময়ে শাবির আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছ্নে ৬৪জন। সিলেটের দুই ল্যাব মিলিয়ে করোনায় আক্রান্ত ১১৭জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ জন করে রয়েছেন।