দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার হিমশীম খাচ্ছে। সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামের হেরফের থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের। বাজারের অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে কঠোর নজরদারি আহবান ব্যবসায়ীসহ ক্রেতাদের।

সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌরশহরে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের দাবি বাজারে ভোজ্য তেলের সংকট রয়েছে। এছাড়া পেয়াজ, রসুন, চালসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

ব্রয়লার মোরগের দাম আবারো বেড়েছে। ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার খুছরা বাজারে বিক্রি হয়েছে ১৯০ টাকায়। ডিম, লেয়ার মোরগ, সোনালী মোরগ ও কোয়েল পাখির দাম অপরিবর্তিত রয়েছে।

স্থানীয়ভাবে আহরণকৃত মাছের সরবরাহ কমে আসায় বেড়েছে মাছের দাম। বাজারে সরবরাহে ঘাটতি না থাকতে সব ধরনের আমদানি করা মাছে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা।

নিত্যপন্যসহ অন্যান্য পণ্যের দামে বাজার অস্থিতিশীল থাকলেও সবজি বাজারে স্বস্তি রয়েছে। প্রতিদিন কমছে শীত কালীন বিভিন্ন সবজির দাম। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

ব্যবসায়ী ও ক্রেতারা মনে করেন, নিম্ন আয়ের মানুষের জীবন মানের দিক বিবেচনা করে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা।