বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে চারখাই ইউনাইটেড এস কে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ খৃষ্টাব্দের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৮টায় চারখাই পুর্ববাজারে সেন্ট্রাল জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সমাপনী খেলা আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হয়।

গত ১৫ই নভেম্বর-২৪খৃষ্টাব্দ টুর্নামেন্টের উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে শুরু হয়, প্রায় দেড়-মাস ধারাবাহিক ভাবে খেলা পরিচালনা করেন আয়োজকরা।

টুর্নামেন্টের ফাইনাল সমাপনী খেলার যোগ্যতা অর্জন করেন বুম বুম ওয়েস্ট ইন্ডিজ চারখাই বনাম ইয়াং স্টার চারাবই।


সমাপনী খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক সভাপতি সাস্তাব চৌধুরী কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শপিক আহমদ লস্কর, মাল্টিকেয়ার হাসপাতালে কর্মরত ডাক্তার ছাদিক আহমদ, জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয় সম্পাদক অহিদ আহমদ তালুকদার,চারখাই বাজার বনিক সমিতির সভাপতি মফিকুর রহমান হাসনু,চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমদ,চারখাই বাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ আলীম উদ্দিন, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক জাবের আহমদ প্রমুখ।

ফাইনাল সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিজয় অর্জন করে বুম বুম ওয়েস্ট ইন্ডিজ চারখাই, রানার্সআপ পুরুষ্কার জিতেন ইয়াং স্টার চারাবই।

অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন ও অতিথিদেরকে এস কে ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।