বয়স মাত্র ২৩। ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি তিনি। কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ৫ গোল করে গোল্ডেন বুটের বড় দাবিদারও কিলিয়ান এমবাপ্পে। চোটাক্রান্ত ফ্রান্সকে একাই টেনে নিয়ে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এ ফরোয়ার্ড। শনিবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ঘুরেফিরে আলোচনায় আসছে এমবাপ্পের নাম। আক্রমণভাগের ভয়ংকর এই খেলোয়াড়ের সামর্থ্য সম্পর্কে জানা আছে ইংলিশদের। তাঁকে নিয়ে আলাদা ছক কষতে হচ্ছে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে। ফ্রান্সের অন্য ফুটবলারের চেয়ে এমবাপ্পেকে থামানোর জন্যই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

গত বিশ্বকাপে ৪টি গোলে সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এমবাপ্পে। তবে এবারের আসরে যেন গোল্ডেন বুট জেতার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছেন তিনি। চার ম্যাচে ৫টি গোল করে এই দৌড়ে লিওনেল মেসি ও কডি গাকপোর মতো খেলোয়াড়দেরও পেছনে ফেলে দিয়েছেন এমবাপ্পে। গত বিশ্বকাপের পর থেকে দিদিয়ের দেশমের তুরুপের তাস এই পিএসজি তারকা। তাই তো এমবাপ্পেকে থামাতে উঠেপড়ে লেগেছেন কোচ গ্যারেথ সাউথগেট।

এর আগে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মতো দল পারেনি এমবাপ্পেকে রুখতে। ফুটবল বিশ্নেষকদের মতো এমবাপ্পেকে রুখতে কোচ পেপ গার্দিওলার কৌশলকে অবলম্বন করতে পারেন ইংল্যান্ডের কোচ। গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আসরের সেমিফাইনালে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। তখন গোল করতে ব্যর্থ হয়েছিলেন এই ফ্রেঞ্চ তারকা। সেই ম্যাচে রুখতে ডিফেন্ডার কাইল ওয়াকারকে রাইটব্যাক থেকে এমবাপ্পেকে থামানোর দায়িত্ব দিয়েছিলেন গার্দিওলা। এবার এমবাপ্পেকে থামানোর চ্যালেঞ্জ সাউথগেটের- ‘এমবাপ্পে একজন বিশ্বমানের খেলোয়াড়। প্রয়োজনের সময় দলকে নিজের সেরাটা উপহার দেয় সে। সেরা খেলোয়াড়রা এমনটাই করে। তাকে রুখতে পারাটাই আমাদের চ্যালেঞ্জ।’

‌ বহুল প্রতিক্ষিত বিয়ানীবাজার পোস্ট অফিস রোডের উদ্বোধন