কানাইঘাটে অবস্থিত এমপি সেলিম উদ্দিন একাডেমি পরিদর্শন করেছেন সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছাম উদ্দিন। শনিবার সকালে এই উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় এই সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির দায়িত্বশীল, শিক্ষক ও শিক্ষার্থীরা। কুশলাদি বিনিময়ের পর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এদিকে বিদ্যালয় পরিদর্শনের জন্য বর্তমান এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক এমপি সেলিম উদ্দিন।