কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এমপি সেলিম উদ্দিন একাডেমির বার্ষিক শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী জাফলং ও শ্রীপুর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন এই বিদ্যালয়ের দায়িত্বশীল, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষাসফরে উপস্থিত ছিলেন এমপি সেলিম উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক এমপি সেলিম উদ্দিন, একাডেমির প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, পরিচালনা কমিটির সদস্য আহমদ হোসেন, শিক্ষক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, একাডেমির সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান আকন্দ, আবু বক্কর ছিদ্দিক, মামুনুর রশীদ চৌধুরী, রুবিনা বেগম সহ আরো অনেকে।
এমপি সেলিম উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এই রকম একটি দিন কাটাতে পেরে আমি আনন্দিত। এ রকম আয়োজনে শিক্ষার্থীদের মানসিক বিকাশ বৃদ্ধি পায়।