ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের এমপি সেলিম উদ্দিন একাডেমীতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা গেছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রায়হান চৌধুরীর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমদ হোসেন, মো: রুহুল আমিন, সহকারী শিক্ষক মোস্তাফি রায়হান, নুরুজ্জামান আকন্দ, শামীমা বেগম, শীমু রানী দাস, মাসুদা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বছরের প্রথমদিন প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় সরকারের ভূয়সী প্রশংসা করেন।