এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক, যুক্তরাষ্ট্রস্থ ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহ্বাজ শামসুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের স্থানীয় রয়েল স্পাইসি রেস্টেুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী সহ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
এবি মিডিয়া গ্রুপের সিওও আহমেদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না।
এবিটিভির বার্তা সম্পাদক তাজবির আহমদ ছাইম এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী আলহ্বাজ শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোলিত মোহন বিশ্বাস, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি হোসেন আহমদ দোলন, বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিছবাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, লাউতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছাদিকুর রহমান খান, বিয়ানীবাজার সোস্যাল অর্গানাইজেশনের সাবেক সভাপতি সাহাব উদ্দিন মৌলা, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফখর উদ্দিন, দক্ষিণ মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন, পাতন ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হক ফাহিম, বিয়ানীবাজার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, মিম লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাফিজুর রহমান, নবদ্বীপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল বাছিত টিপু, ব্যবসায়ী নজমুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, টিভির সিইও সুজন আহমদ, বিয়ানীবাজার সমবায় মাকের্টের সাধারণ সম্পাদক সফর উদ্দিন, জলঢুপ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা জামাল আহমদ, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আলী আহমদ আওলাদ, বিয়ানীবাজার আইডিয়াল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আফজল আহমদ, শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ হারুন তানিম, বিয়ানীবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি এহসান খোকন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সহকারি শিক্ষক তারিকুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম, বিয়ানীবাজার আঞ্জুমানে তালমীযে ইসলামীর সভাপতি আবুল হাসান মামুন, সাংস্কৃতিক কর্মী সালেহ আহমদ সাহিন, বিয়ানীবাজার উপজেলা নিসচার সভাপতি শফিউর রহমান, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-ধর্ম ও সমাজকল্যাণ সম্পদক হাসান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ও বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক আলহাজ্ব শামসুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অতিথিরা বলেন, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানসমুহ নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করে আস্থার জায়গা তৈরী করেছে। সংবাদ মাধ্যমগুলোর সকল সাংবাদিকদের নিষ্ঠার প্রতিফলন প্রত্যেকটি সংবাদে প্রকাশ পায়। বিয়ানীবাজার তথা এ অঞ্চলের মুখপত্র হওয়া এবিটিভি ও বিয়ানীবাজার নিউজ-২৪ ডট কম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের কাছে বিয়ানীবাজারের সংবাদ তুলে ধরছেন। বস্তুনিষ্টতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ পরিবেশনের মাধ্যমে সমস্যা, সম্ভাবনাসহ নানা অসঙ্গিত উঠে আসছে। এবিমিডিয়া গ্রুপের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলো আরো বিড় পরিসরে তাদের কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শুরুতে এবিমিডিয়া গ্রুপের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিয়ানীবাজার নিউজ ২৪ এর বার্তা সম্পাদক আহমদ রেজা চৌধুরী, নিজস্ব প্রতিবেদক কাজী ফাহিম আহমদ, এস আর শহীদ ও মোকাব্বির হোসেন এবং চিফ ক্যামেরা পার্সন আখতার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালস্ টিভির মাহফুজ আহমদ, সংগঠন বিলাল আহমদ, হাসান আহমদসহ আরো অনেকে।