রমজান মাস যত ঘনিয়ে আসছে তার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। গত সপ্তাহে ব্যবসায়ীরা ব্রয়লার মোরগের দাম বৃদ্ধি পাওয়ার যে শংকা জানিয়েছিলেন এক সপ্তাহের ব্যবধানে সে শংকা সত্যি হয়েছে। শনিবারে বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেয়া যায় গত সপ্তাহের তুলনায় বেড়েছে ছোলা, ডাল, পেয়াজ রসুন এবং ব্রয়লার মোরগের দাম।
এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ডাল ছোলা ও রসুনের দাম ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া অন্যসব নিত্য পন্যের মধ্যে কয়েকটি পণ্যের দাম কমেছে কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
পাইকারি ও খুচরায় গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মোরগের দাম। আকাশচুম্বি দাম হওয়ায় নিম্ন আয়ের মানুষের ক্রয় সীমার বাইরে থাকায় ব্রয়লার মোরগ আবারো প্রতি কেজি ২শত টাকা ছাড়ালো।
শীত মৌসুমের বিদায় সময়ে সবজিবাজার স্থিতিশীল রয়েছে। তবে বিয়ানীবাজার উপজেলার অন্যান্য হাট বাজারের তুলনায় পৌরশহরে সবজির দাম একটু বেশি। বাজারে নানা ধরনের শীতকালীন সবজির সরবরাহ থাকায় চাহিদা মতো সবজি ক্রয় করছেন ক্রেতারা।
মাছের বাজারে আমদানি মাছের সরবরাহ স্বাভাবিক থাকার পাশাপাশি দেশী মাছ পর্যাপ্ত থাকায় মাছের দাম কিছুটা সহনশীল। গত সপ্তাতের তুলনায় ছোট বড় সব ধরনের মাছের দাম কেজি প্রতি ৫০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে।
রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না উঠে সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রত্যাশা করেন ব্যবসাী ও ক্রেতারা।