বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে শনিবার সন্ধায় পরিষদ হলরুমে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। চারখাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিমন আহমদের সভাপতিত্বে ও কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী,প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি,যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ,মোহাম্মদ হানিফ,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক সহ চারখাই ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু বলেন লেখা পড়ার পাশাপাশি ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে,রাজনীতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হতে আত্মজীবনীর ইতিহাস সবাইকে জানতে হবে বঙ্গবন্ধুর লেখা বই পড়ারও আহবান জানান কর্মীদের। চারখাই ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্বস্ত করে শিপু বলেন ছাত্রলীগ নেতা কর্মীদের সুসংগঠিত করতে অচিরেই উপজেলা নির্বাচনের পরপরই ইউনিয়ন কমিটি গঠন করা হবে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের পতাকাতলে আসার আহবান জানান। উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন করে পরিচয় বহনে এবং গণমানুষের জন্য কাজ করতে ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালনের জন্য কমিটি গঠনে আশ্বস্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে হোসেন মুরাদ চৌধুরী বলেন দেশের উন্নয়নের জন্য ছাত্র সমাজের বিকল্প নেই, ছাত্র সমাজ যে-কোন সংগ্রামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, তাই ইউনিয়নের সকল ছাত্রলীগের নেতাকর্মীদের যে-কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্তকরেন এবং সবাইকে সুসংগঠিত ভাবে কাজ করার আহবান জানান।