‘৭ জুন চলে আসছে- কিভাবে উদযাপন করা যায়?’ গত সাতটি জন্মদিনে স্বশরীরে কিংবা মুঠোফোনে এমন কথা দিয়েই আলোচনা শুরু হতো। বিয়ানীবাজার নিউজ২৪ এর স্বপ্ন যাত্রার অন্যতম দূত বন্ধুবর আব্দুল আহাদের (এম সিন উদ্দিন) সাথে। তখন দুইজন মিলে নানা আলোচনায় উদযাপনের প্রক্রিয়া নির্ধারণ করে এ প্রতিষ্ঠানের প্রধান কর্তাব্যক্তি রিজু মোহাম্মদের সাথে আলাপ করতাম। আমাদের প্রতিষ্ঠানের বর্ষপূতি উদযাপন নিয়ে রসদ যোগাতেন রিজু। শুধু ৭ম বর্ষবরণ আমরা করোনার কারণে করতে পারিনি। এক্ষেত্রে এবি মিডিয়া গ্রুপের সিএফও সাংবাদিক (প্রয়াত) আব্দুল আহাদ বলেছিলেন, ‘বেঁচে থাকলে এবং সবাই মিলে কাজ করলে বর্ষপূতি কিংবা পদার্পন অনুষ্ঠান আমরা আগামীতেও করতে পারবো। করোনা কারণে এবার উদযাপন অনুষ্ঠান না করা উত্তম হবে।’ আমরাও তাঁর সে প্রস্তাব মেনে নিয়েই কোন উদযাপন করিনি। অনেকটা নিরবে সপ্তম বর্ষ পার করেছে বিয়ানীবাজার নিউজ২৪।

মহান রবের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোন খেদ নেই। কিন্তু কানের মধ্যে একটি কথাই বার বার ফিরে আসে ‘বেঁচে থাকলে এরকম বর্ষবরণ অনুষ্ঠান আমরা বার বার করতে পারবো।’ হ্যা আমরা বর্ষপূতি কিংবা পদার্পন অনুষ্ঠান বার বার করবো কিন্তু এ প্রতিষ্ঠানের অন্যতম কারিগরকে আমরা আর স্বশরীরে পাব না। এ আক্ষেপ থাকবে যতদিন এ প্রতিষ্ঠান স্বগৌরবে বিয়ানীবাজারের সমস্যা, সম্ভাবনা, দুর্ভোগ দুর্দশার কথা বলবে।

বন্ধু আব্দুল আহাদ আমাদের মাঝে স্বশরীরে হয়তো নেই কিন্তু তাঁর চিন্তা, ধ্যান-ধারণা এবং সাধারণ মানুষের নিত্যদুর্ভোগের যে বিষয়গুলো সংবাদ রূপে তুলে ধরার যে মানসিকতা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন- এসব কর্মের মধ্যে তিনি আমৃত্যু বেঁচে থাকবেন এবং একইসাথে এ প্রতিষ্ঠানও গণমানুষের আকাঙ্খাপূরণ করতে সমর্থ হবে।

২০১৩ সালে রিজু মোহাম্মদ, আব্দুল আহাদ এবং আমি বিয়ানীবাজারে একটি অনলাইন পত্রিকা দাঁড় করানোর চিন্তা করি। মূলতঃ এ চিন্তাটি রিজু মোহাম্মদের কাছ থেকে প্রথম প্রস্তাব আসে। আমরা দুইজন পারবো কি না তা নিয়ে কিছুটা সন্দিহান ছিলাম। এখানে বলে রাখা ভাল কিংবা অনেকেই জানেন সাংবাদিক আব্দুল আহাদের আপন ছোটভাই হচ্ছেন রিজু মোহাম্মদ। আর আমি তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছি বন্ধু আব্দুল আহাদের কারণে। সেই বন্ধু আজ আমাদের কাছাকাছি নেই, কত দূরে তাঁর বসবাস- আহ্।

২০১৪ সালে এসে আমরা পত্রিকার জন্মদিন নির্ধারণে আলোচনা শুরু করি। ভার্চুয়াল মাধ্যমে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে এ আলোচনায় যুক্ত হন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও রিজু মোহাম্মদ। অন্য অনেক পত্রিকার মতো দেশের গৌরবোজ্জ্বল অধ্যায় যেসব দিনে সূচিত হয়েছে সেইসব দিনে আমরা পত্রিকার জন্মদিন নির্ধারণে আলোচনা করি। এর মধ্যে ৭ জুনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। আমার প্রস্তাবে আব্দুল আহাদ সমর্থন করলে রিজু মোহাম্মদও সায় দেন। এর মধ্যে কয়েকটি মাস পেরিয়ে যায়। আমরা ধীরে ধীরে কাজ করে যাই। এরপরই চলে আসে মাহেন্দ্রক্ষণ ৭ জুন।

ফাউন্ডার রিজু মোহাম্মদ ওয়েবসাইট পরিচালনার বিষয়টি আমাদেরকে শিখিয়ে দেন। আমরা নিউজ আপলোড, ছবি সংযোজন করা, বিভিন্ন ট্যাগ লাগানো শিখে নেই। চলতে থাকে বিয়ানীবাজার নিউজ২৪ এর যাত্রা। নিরবে যাত্রা শুরু করলেও তিন মাসের মাথায় আমাদের একটি অবস্থান পুক্ত হয়ে যায় পাঠক সমাজে। তখন পর্যন্ত বিয়ানীবাজারের একমাত্র অনলাইন পত্রিকা হওয়ায় পাঠকরাও আমাদের খুব ভালভাবে বরণ করে নেন। যদিও পরবর্তীতে একটি-দুটি করে আরও অনেক অনলাইন পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছে আমাদের এই ক্ষুদে নবদ্বীপে।

বলতে ভাল লাগে কিংবা বিশ্বাস করতে আত্মতৃপ্তি পাই- সেই প্রথম দিন থেকে পাঠককুল আমাদের যেভাবে বরণ করেছেন, আমাদের প্রত্যেকটি সংবাদ যেভাবে বিশ্বাসের সাথে গ্রহণ করেছেন তাতে গর্বে বুক ভরে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সব শ্রেণীপেশার মানুষকে সম্মান দিয়ে সবার সংবাদ আমাদের অনলাইন পত্রিকায় প্রকাশ করার এবং একইসাথে পেশী, ক্ষমতার দাপট কিংবা রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবেদন প্রকাশ করার সম্পাদকীয় নীতিও আমরা আমাদের অবস্থান থেকে সুচারুভাবে পালন করছি। আশাকরি পাঠক সমাজ আমাদের পাশে থেকে আমাদের অগ্রযাত্রা বেগবান করবেন।

আজ ৮ম বর্ষে পদার্পনকালে খুব মনে পড়ছে এবি মিডিয়া গ্রুপের অন্যতম স্বপ্নদ্রষ্টা সর্বজন শ্রদ্ধেয় যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিনকে (কামাল চাচাকে)। স্বশরীরে কখনো দেখা না হলেও প্রতিনিয়ত যোগাযোগ করতেন কিভাবে মানুষের উপকারে এ প্রতিষ্ঠানটিকে নিবেদিত করা যায়। আর এ কারণে তাঁর অবর্তমানে আমরা প্রতিনিয়ত আমাদের এ অগ্রজের কথা রাখার চেষ্টা করছি। সাধারণ মানুষের নিত্যনৈমিত্তিক সমস্যা ও দুর্ভোগের কথা আমরা তুলে আনছি- চেষ্টা করছি সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের পাশে থাকার।

বিয়ানীবাজার নিউজ২৪ এর ৮ম বর্ষে পদার্পনের মাহেন্দ্রক্ষণে এবি মিডিয়া গ্রুপের সকল পরিচালকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে এবি মিডিয়া গ্রুপের এমডি যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিক, আমেরিকা-বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের কথা না বললেই নয়, সব ধরনের কাজে উৎসাহ প্রদানের পাশাপাশি তিনি আমাদের পরামর্শ দেন। ব্যস্ত সময়ের মধ্যে আমাদের কাজের প্রশংসা করা কিংবা আত্মসমালোচনা করার মাধ্যমে আমাদের কাজকে আরো তরান্বিত করতে সময়োপযোগী পরামর্শ দেন। পত্রিকার ৮ম জন্মদিনে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।

একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালনক শিল্পপতি মাথিউরা চা বাগানের পরিচালক মোসলেহ উদ্দিন খান, এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা কামাল, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদুল হক সানু, এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিক আব্দুল খালিক লালু, এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালনক যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হাজী তাহির আলী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, এবি মিডিয়া গ্রুপের অন্যতম পরিচালনক যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী রহমান সায়েম।
সবার আত্মিক সমর্থন ও সময়োপযোগী পরামর্শে আমরা নির্বার গতিতে এগিয়ে যাচ্ছি এ অঞ্চলের মূখপত্র হয়ে।

লেখক- সম্পাদক, বিয়ানীবাজার নিউজ২৪ ডটকম এবং সিওও, এবি মিডিয়া গ্রুপ।

বিয়ানীবাজার ইনডোরে ইউএসএ ওজন পার্ক দ্বৈত ও একক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন