উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্য গেলেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আনাছুর রহমান মিরাজ। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌছান। মিরাজ লেখা পড়ার পাশাপাশি বেসরকারি একটি ব্যাংকের বিয়ানীবাজার শাখায় র্দীঘদিন ধরে কর্মরত ছিলেন। তিনি বিয়ানীবাজার উপজেলার মোল্লপুর ইউনিয়নের পাতন গ্রামের বাহা উদ্দিনের জোষ্ঠ্য পুত্র।
আনাছুর রহমান মিরাজ মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়। পরে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখা থেকে অংশ নিয়ে জিপিএ ৪.১০ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৯ সালে বিবিএ’তে অর্নাস সম্পন্ন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ গ্রীনউইচ এ উচ্চ শিক্ষা অর্জনে ভর্তি হন।
এছাড়াও ২০২১ সালের জানুয়ারি মাসে বিয়ানীবাজারের প্রায় দশজনের অধিক শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।
এদিকে তার প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছেন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীরা।