নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেছেন বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যম জুম মিটিংয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিয়ানীবাজার নিসচার নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে সাম্প্রতিক সময়ে নিসচা বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যক্রমের প্রতিও তিনি সাদুবাদ জানান।
ভার্চুয়াল মতবিনিময়কালে আলোচনায় অংশ নেন সংগঠনের মহাসচিব সৈয়দ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক সুফিয়ান আহমদ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লোদী রাজু, আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব শফিউর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাজু, আবু তাহের রাজু, মাহবুবুর রহমান নাহিদ, আব্দুল্লাহ আল হাসান মামুন, শামীম আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, কবির হোসেন, শাকরান হোসেন, মোহাম্মদ রাহাত, সোহাগ আহমদ, মোহাম্মদ রাফি, মাসুদ আহমেদ, মোহাম্মদ সাদিক প্রমুখ।