বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে ইলজার এর বেসিক স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নকারী ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ, প্রাইজমানী ও সম্মামনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় প্রতিষ্ঠানটির হলরুমে এ সার্টিফিকেট ও প্রাইজমানী বিতরণ অনুষ্ঠিত হয়।

ইলজার এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মান্না বেগম চৌধুরীর উপস্থাপনায় এবং ব্যবস্থাপনা পরিচালক রুহিন ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী সাইদুল ইসলাম রেজা, বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রচার সম্পাদক, এবি টিভি ও বিয়ানীবাজার নিউজ২৪ ডটকমের সিনিয়র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম সাজু, প্রতিবেদক এস আর শহিদ ও কাজী ফাহিম আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আইইএলটিএস ইন্সট্রাক্টর জাবেদুর রহমান তালুকদার ও নুসরাত বেগম চৌধুরী, সিপশনিস্ট আফছানা বেগম, ফৌজিয়া ইসলাম, তানজুম আরা লাকি, দপ্তরি খেলুর মিয়া প্রমুখ।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর সেশনে বেসিক স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নকারী ৪৪তম ব্যাচের ২০ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়। এর মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়ে উর্ত্তীণ হওয়ায় তানজুমা বেগমের হাতে সার্টিফিকেটসহ পাইজমানী ও সম্মামনা স্বরূপ ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ ছাড়া অন্য শিক্ষার্থীদের প্রত্যেকেই ভাল ফলাফল অর্জন করেছেন।