বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নে মাঠে গড়িয়েছে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ইউনাইটেড মাথিউরা ফুটবল লিগ-২০২৪। শুক্রবার বিকাল ৪টায় মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে লিগের উদ্বোধন ঘোষণা করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন।

শিক্ষক মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এফাজ উদ্দিন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা শিবলি জাফরি ও স্কুল শিক্ষক রুহুল আমিন।
এসময় বক্তারা সুস্থ বিনোদন ও শরীর চর্চায় খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, যুব সমাজকে মাদকাসক্ত এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ খুবই কার্যকরী।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ৫নং ওয়ার্ড পূর্বপার ফুটবল একাদশ ও ৯নং ওয়ার্ড বেজগ্রাম ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে ৫নং ওয়ার্ড পূর্বপার ফুটবল একাদশ জয়লাভ করে। উদ্বোধনী খেলাটি উপভোগ করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।