জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্দ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির,শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.) এর স্মরণে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বাদ যোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ আসআদ উদ্দিন আল মাহমুদ,সহ সভাপতি মাওঃ আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালিক কাসিমী,বিয়ানীবাজার পৌরসভা জমিয়ত নেতা মাওঃ আবু ইউসুফ,বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ তোফায়েল আহমদ প্রমূখ।

আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.) এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ।