আলীনগর প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আলীনগর ফরেন রেঞ্জার্স। সোমবার দুপুরে সৈয়দ নবীব আলী কলেজ মাঠে আলীনগর সিক্সার্সকে ৪৫ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় পায় দলটি।
টসে জিতে আলীনগর ফরেন রেঞ্জার্স প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সাদমানের ৩০ বলে অপরাজিত ৫৩ রান ও ফাহিমের ১২ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ ফরেন রেঞ্জার্স । দলের হয়ে অপু ২২ ও রাজু ১৩ রান করেন। আলীনগর সিক্সার্সের মাসউদ ২টি, জনি ও তুহিন ১ করে উইকেট পান।
জবাব দিতে নেমে আলীনগর সিক্সার্স ১০.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১০ রান করে। ৪৫ রানে পরাজিত হয় দলটি। জনি ৩৭ রান ও মাসুদ ১৭ রান করেন। আলীনগর ফরেন রেঞ্জার্স এর হিমেল ৬ ও আরাফাত ৪ উইকেট তুলে নেন।
ম্যাচ সেরা হয়েছেন আলিনগর ফরেন রেঞ্জার্স এর সাদমান।