বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় খাসাগ্রাম নিবাসী এবং আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল আলী আর নেই। শনিবার সকাল ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মরহুম আলহাজ্ব ইসমাইল আলী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি আল ফাত্তাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মাওলানা আব্দুল ফাত্তাহ জাবুলের পিতা।

মরহুমের জানাজার নামাজ রবিবার বাদ যোহর স্থানীয় খাসাগ্রামস্থ মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।