বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু দুই মাসের ছুটিতে সম্প্রতি স্বপরিবারে কানাডায় বেড়াতে গিয়েছেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যনেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
গত ১০ অক্টোবর থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন এবং আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে আসীন থাকবেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মনিরুজ্জামান মনির আলীনগর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। এ ছাড়া যেকোন প্রয়োজনে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ০১৭১২-০১৬৫৫৯ এ যোগাযোগের আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ১নং আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এছাড়াও তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবেও নিয়োজিত রয়েছেন।