আগামী ২৯ মে অনুষ্ঠিব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় আলীনগর ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. খালেদুর রহমানের সমর্থনে এক পৃথক কর্মীসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় এলাকার তরুণ সমাজকর্মী রেকন আহমদ চৌধুরী, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাষ্ট্র প্রবাসী আতিকুর রহমান, স্কুল শিক্ষক লোকমান আহমদ, আব্দুল করিম জিতু, শামসুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবলার হারুনুর রশিদ, শ্রমিক নেতা আব্দুল খালিক ও আমিন উদ্দিন সহ আরও অনেকে।
এসময় বক্তারা, আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
নির্বাচিত হলে আলীনগর ও চারখাই ইউনিয়নের প্রতি বিশেষ নজর দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে পৃথক সভায় বক্তব্য রাখেন উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. খালেদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ২৯ তারিখের ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে উড়োজাহাজ প্রতিকের পক্ষে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান আমন্ত্রিত অতিথিরা।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শিক্ষিত ও স্বজ্জন ব্যক্তি হিসেবে সাবেক ছাত্রনেতা মো. খালেদুর রহমানকে নির্বাচিত করার আহবান কর্মী-সমর্থকদের।