বিয়ানীবাজারের মাথিউরায় আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি নুরুল ইসলাম।

বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা পরিষদের সদস্য খছরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সহ প্রচার সম্পাদক ও মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, দক্ষিণ সুরমা জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কবি শামসুল হক বিন আপ্তাব এবং প্রবীণ মুরব্বি রাইব উদ্দিন।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। খালেদ সাইফুদ্দিন জাফরি এ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতাকালে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। টানা ৩০ বছর ধরে আলোকিত মানুষ গড়ার এক অন্যরকম কারিগর তিনি। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।

বক্তারা শিক্ষিত সমাজ বিনির্মাণে গুণী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে।

অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্মরণ ধর। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহান উদ্দিন সুফি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি শাহাব উদ্দিন মওলা, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান ও মিজানুর রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, প্রবীণ মুরব্বি আপ্তাব উদ্দিন, নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, আওয়ামী লীগ আজিজুর রহমান সেলিম ও আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন স্মৃতি এককালীন বৃত্তি বিদ্যালয়ের মেধাবী ১৫জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করে দেয়া হয়।

পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান করেন।

এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সুধিজন, সর্বস্তরের এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।