সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে এবার কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন করতে চাই। তাই এইবার আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে কাজ করার সুযোগ দিন।

সাবেক এই বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য বলেন, আমি নির্বাচিত হলে কারোর পার্মিশন নিয়ে আমার কাছে আসতে হবে না। আপনারা সবাই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ২৪ ঘন্টা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তত আছি৷

বৃহস্পতিবার বিকালে বিয়াবীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে উপজেলা ও পৌর জাতীয় পার্টি আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল ইসলাম লুকুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি শামসুল হক, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার ও হুমায়ুন কবীর চৌধুরী, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সফর উদ্দিন ও শফিক আহমদ, পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি শামসুদ্দিন রানা, আহবায়ক ইউনুছ আহমদ, সদস্য সচিব এহসানুল হক শামীম, উপজেলা যুব সংহতির আহবায়ক মুকিত খান সহ আরো অনেকে।

এদিকে এদিন সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে পৃথক শেষ নির্বাচনী সভার আয়োজন করা হয়। হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে পৌর শহরের কেন্দ্রস্থল।