গত ৩০ মে ভারতের মেঘালয় পাহাড়ের ঢলে তলিয়ে যায় সিলেটের সুরমা কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল। পানি কমলেও পুনরায় গত ১৬জুন থেকে আবারো বন্যা দেখা দেয় পুরো সিলেট বিভাগে। পুনরায় পানি কমতে শুরু করলেও আবহাওয়া পূর্বাভাস দিচ্ছে আবারো ভাবি বৃষ্টিপাতের আভাস। আগামী ২৮ জুন থেকে ফের ভারি বৃষ্টি হবে সিলেট অঞ্চলে। প্রশাসনের দায়িত্বশীলদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

২০২২ সালের ভয়াবহ বন্যাও মে ও জুন মাসে হয়েছিল। ২০২৪ সালে মে মাসের বন্যার প্রকোপ শেস হতে না হতেই মধ্য জুনে ফের বন্যা দেখা দেয়। এক সপ্তাহ পর গত ২২ জুন থেকে পানি ধীর গতিতে কমতে শুরু করলেও সুরমা কুশিয়ারা কিঠু পয়েন্টে এখনো বিপৎসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় আগামী ২৮ জুন থেকে সিলেট অঞ্চলে ভারি বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার অফিসের পূর্বাভাস পেয়ে সিলেট জেলার দায়িত্বশীল কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এ সময় ভয় বা আতংকিত না হওয়ার নির্দেশনা দিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্ক থাকতে নির্দেশ দেন।