৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় আপিল করেও প্রার্থীতা পেলেন না কানাইঘাটের তিন প্রার্থী। এর মধ্যে ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।হলফনামায় মামলার তথ্য গোপন করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন ও মাওলানা হাফিজ আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ এর আপিল কর্তৃপক্ষ ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

গেল রোববার (১২ মে) সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই করা হয়। মনোনয়নপত্র যাছাই-বাচাইকালে হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় এ তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাতিল মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা, সিলেটের বরাবরে ওই দিন আপিল আবদন করেন তারা। ১৬ মে (বৃহস্পতিবার) আপিলের শুনানীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রার্থীদের হলফনামায় তথ্য গোপন করার দায়ে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর ১৭(৩)(ঙ) বিধান অনুযায়ী আপিল আবেদন নামঞ্জুর করেন। শুনানীর সময় তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মনোনয়নপত্র বাতিল হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মামলার তথ্য তারা গোপন করেননি। তাদের বিরুদ্ধে ফৌজধারী মামলা রয়েছে এবং প্রতিটি মামলা থেকে তারা খালাস পেয়েছেন।

ভুলবশত হলফনামায় মামলার তথ্য উল্লেখ না করার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তারা প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ মে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।