আজ সোমবার থেকে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। বিকাল ৩ টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে যাত্রা করবে বিমানের প্রথম ফ্লাইটটি। আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট টানা তিনদিন আরোও ৩টি ফ্লাইট উড়বে সিলেট থেকে। প্রতিটিতে যাত্রী থাকবেন ৪১৯ জন করে। এই ৪টি ফ্লাইটসহ সিলেটে আরোও একটি ফ্লাইটের দাবি করেছেন ট্রাভেলস ব্যবসায়ীরা।
এবার সিলেট থেকে হজযাত্রী মোট ৩ হাজার ৬ জন। এদের মধ্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইটে হজে যেতে আগ্রহী ২ হাজার যাত্রী। কিন্তু ৪টি ফ্লাইটের প্রতিটিতে যেতে পারবেন ৪১৯ জন করে হজযাত্রী। সেই হিসেবে ৪টি ফ্লাইটে যেতে পারবেন ১ হাজার ৬শ ৭৬ জন। একারনে আরোও একটি সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়েছেন সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীরা।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন- ‘আমাদের সিলেট থেকে অনেক হজযাত্রী সরাসরি ফ্লাইটে যেতে যান। কিন্তু ফ্লাইট সল্পতা রয়েছে। আমাদেও অন্তত আরেকটি সরাসরি হজ ফ্লাইট প্রয়োজন।’
তিনি জানান- আগামী ২২ আগস্ট সিলেট থেকে আরেকটি সরাসরি হজ ফ্লাইটের দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো সে ব্যাপারে কোন সুখবর আসেনি।
এখন পর্যন্ত হজযাত্রীদের যাত্রায় কোন জটিলতার সৃষ্টি হয়নি। তিনি আশাবাদি আজ সোমবার সঠিক সময়েই সিলেট থেকে ফ্লাইট উড্ডয়ন করবে।