আগের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোট তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শেষ ম্যাচে তাকে পাচ্ছেন না তামিম ইকবালরা।
বিসিবির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘এক্সরে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই তাকে শেষ ম্যাচে পাওয়া যাবে না। শুধু তাই নয়, চোটের কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।’
গত শুক্রবার চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব।
আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের এক সহজ ক্যাচ ছাড়েন সাকিব। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব ক্যাচ ছাড়েন তো বটেই, চোট পান আঙুলে। ৯ ওভারে ৫৭ রান হজম করা সাকিব থাকেন উইকেটশুন্য।
পরে ঐ চোট নিয়েই ব্যাটিং করেন সাকিব। ২৭ বলে ৫ চারে করেন ২৬ রান।