বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী আতার মৃত্যুতে শোক জানিয়েছিন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।  মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক জানান।

শোক বার্তায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী আতা আওয়ামী লীগের একনিষ্ট কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পদে থেকে দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত কর্মীতে হারালো। আমি আব্দুল বাছিল চৌধুরী আতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী আতা ইন্তেকাল করেন।

আব্দুল বাছিত চৌধুরী আতা মৃত্যুকালে স্ত্রী ও ছোট দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার চারখাই ইউনিয়নের মান্দারগ্রামের বাসিন্দা ।