রাওয়ালপিন্ডি টেস্টের আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের পেছনে ছিল বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশের ১২, পাকিস্তানের ছিল ৫ ম্যাচে ২৪।

পিন্ডিতে জেতায় বাংলাদেশ ছাড়িয়ে গেছে পাকিস্তানকে। ৫ ম্যাচে ২টি জয় এবং ৩ পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২৪। শ্রীলঙ্কারও পয়েন্ট ২৪। ৯ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছয়ে। আর ৬ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান আট নম্বরে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ করা হয় ম্যাচ খেলা, জয়, পরাজয় ও ড্রয়ের সংখ্যার ওপরে। এই যেমন ৯০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া টেবিলের দুইয়ে, আর ৭৪ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে। এখানে পার্থক্য হলো অস্ট্রেলিয়া খেলেছে ১২ ম্যাচ আর ভারত খেলেছে ৯ ম্যাচ।