বিয়নীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি, প্রতিষ্ঠার ৩৩ পূর্ণ শেষে, ৩৪ তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ৫ জানুয়ারী নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩ বর্ষপূতি অনুষ্ঠান উদযাপন করে সংগঠনটি। পৌরশহরের স্থানীয় রয়েল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্ঠাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সোসাইটির সাবেক-বর্তমান কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ৮ম মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়।
বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে এবং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক স্পোর্টস সেক্রেটারী, মোল্লাপুর সোসাইটি ইউএসএ ইনক্ এর ট্রেজারার আতিকুর রহমান হেলাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সালাম মতলিব, উপদেষ্ঠামন্ডলীর আহ্বায়ক ডা. মাহবুবুল হক সুজা, বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মালাকার, সোসাইটির উপদেষ্ঠা শফিক আহমদ, সাবেক সভাপতি শাব্বির আহমদ, সাবেক আহ্বায়ক ছরফরাজ তারাকী ও সাবেক সহ সভাপতি এম এ হাসনাত তাপাদার জামিল।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক তাজবির আহমদ ছাইম, কোষাধ্যক্ষ শাকরান হোসেন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হাসান আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাহান এবং সদস্য সচিব, সোসাইটির অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিক ও সদস্য সালমান হোসেন।
অনুষ্ঠানের মধ্যভাগে মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন বৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহরিয়ার শাহান ও সদস্য সচিব সাইফুর রহমান সাদিক। পরে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ। এবছর মেধা তালিকায় স্থান পেয়েছেন বিয়ানীবাজার-বড়লেখা-গোলাপগঞ্জ উপজেলার ৫০ জন শিক্ষার্থী।
আর্তমানবতার সেবায় মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির দীর্ঘ পথচলায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান সোসাইটির সাবেক দায়িত্বশীলরা।
মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রকারীদের ধন্যবাদ জানিয়ে সোসাইটির কর্মকর্তারা আগামীদিনেও বৃত্তি পরীক্ষা চালু রাখার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।