সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিয়ানীবাজার উপজেলায় সম্প্রতি বেশ কয়েকটি টিলা ধসে পড়ার শঙ্কা করা হচ্ছে। শঙ্কা নিয়েও এসব টিলায় বসবাস করছেন স্থানীয়রা। তবে টিলা ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি।

টিলা ধসের আশঙ্কায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মোল্লাপুর, লাউতা ও মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। স্থানীয়রা বলছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মোল্লাপুর ইউনিয়নের বাসিন্দারা। এসব এলাকার টিলায় অনেকটা ঝুঁকি নিয়ে বসবাস করছেন লোকজন।

এদিকে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে টিলা ধসের সমূহ আশঙ্কা থাকায় সজনিবার দুপুরে ঝুঁকিপূর্ণ টিলা ও স্থানসমূহ পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

পরিদর্শনকালে তিনি ঝুঁকিপূর্ণ টিলাগুলোতে লাল কাপড় দিয়ে বিপদজনক হিসেবে চিহ্নিত করার পাশাপাশি টিলা ধস প্রবণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

এসময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।