
গোলাপগঞ্জে ফিল্মী স্টাইলে যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনায় রায়ুব আলী ওরফে ছানু মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে (১০ ফেব্রুয়ারি) উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার জাহেদ আহমদকে (২২) পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহেদ আহমদ বাঘা দৌলতপুর গ্রামের বাছই মিয়ার পুত্র।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর গ্রামের ইসহাক আলীর পুত্র রায়ুব আলী ওরফে ছানু মিয়া নিজ বাড়িতে তুলে নিয়ে জাহেদ আহমদকে চোখে চুন দেওয়াসহ নানাভাবে শারীরিক নির্যাতন করেন। পরদিন সকালে ডাকাত ধরেছেন বলে গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক রস্তমপুর গ্রামে গিয়ে জাহেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ছানু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে আজ রোববার বিকেলে এ ঘটনায় জাহেদের পিতা বাছই মিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৪। মামলায় ছানু মিয়াকসহ আরও ২ জনকে আসামি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী বলেন, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ছানু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।