
শহীদ পরিবারের সন্তান, বিয়ানীবাজারের রাজনীতি, সাহিত্য – সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল মুখ ও বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ মুমিত স্বপন’র অকাল ও আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নাহিদ বলেন, এডভোকেট সাঈদ আহমদ মুমিত স্বপন একজন পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি হিসেবে বিয়ানীবাজারে পরিচিতি ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন আলোকিত মানুষকে হারালো। আওয়ামী পরিবার হারিয়েছে একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠককে। ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষীকে। এসময় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, বিয়ানীবাজারের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব এডভোকেট আবু সাঈদ মুমিত স্বপন (স্বপন উকিল) বুধবার ভোরে হৃদচরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকাল ৫টায় ইমামবাড়ী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।