
আন্তর্জাতিক দুর্নীতি সনদ United Nation Convention Against Corruption (UNCAC) এর বিধানে আলোকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামী ৯ ডিসেম্বর, রবিবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৮’ পালন করা হবে।
এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিয়ানীবাজার ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাঠ পর্যায় বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরপর সকাল সাড়ে ১০ টায় স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ের সামনে সততা সংঘসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
আয়োজিত সকল কর্মসূচিতে সবাই উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আলী আহমদ ও সাধারণ সম্পাদক শাবুল আহমেদ।