
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। দীর্ঘদিন পর বিসিবির কোন দলে ফিরলেন পেসার শাহাদাত হোসেন রাজিব। এছাড়া আছেন তরুণ ক্রিকেটার জাকির হোসেন, আফিফ হোসেন এবং রবি-বিসিবি পেসার হান্টের দেশ সেরা পেসার এবাদত এবাদত হোসেনের মত ক্রিকেটার।
বড়লেখার ছেলে এবাদত হোসেন নৌবাহিনীর চাকুরীজীবি। চাকুরীতে থাকা অবস্থায় তিনি রবি-বিসিবি পেসার হান্টে অংশ নিয়ে দেশ সেরা পেসার নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এরপর বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সঙ্গী হয়ে অনুশীলন ক্যাম্পও করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগেও তার অভিষেক হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন সিলট বিভাগীয় দলের হয়ে।
প্রস্তুতি ম্যাচে বিসিবি’র স্কোয়াড– ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।