
বিয়ানীবাজার উপজেলার নতুন এসিল্যান্ড হিসেবে গত ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে যোগদান করেছেন বিশ্বজিত দেব। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিশ্বজিত দেবের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৪ সালে তিনি ৩৩তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরীতে যোগ দেন।
এদিকে, বিশ্বজিত দেব নতুন কর্মক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি স্থানীয় ভূমি জঠিলতা নিরসনে কাজ করার পাশাপাশি অযথা হয়রানী বন্ধে কঠোর ভূমিকা গ্রহণ করবেন বলেও জানান।