
বিয়ানীবাজার সরকারি করেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম (এন আই) স্যার আর নেই। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি পৌরশহরের কলেজরোডস্থ গোলাটিকর হাউসের বাসায় ইন্তেকাল করেন (ইন্না ।।।রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, নিকট আত্মীয় ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন।
শিক্ষক এন আই দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত প্রায় ছয় মাস থেকে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়লে প্রয়োজনীয় কাজ নিজেই করতেন। আজ সকাল থেকে তার অবস্থা হঠাৎ করে অবনতি হয়। এরপর পৌণে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৫টায়।