
মাথিউরা ইউনিয়নের পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা সমাপনি পরীক্ষায় এ+ অর্জনকারী তাছনিন রাওয়ান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বড় হয়ে মানুষ হতে চায়।
তাছনিন মধ্যপ্রাচ্য প্রবাসী পুরুষপাল গ্রামের জসিম উদ্দিনের প্রথম কন্যা। তার মা মান্না বেগম গৃহিনী। এ দম্পতির দুই পুত্র ও এক কন্যার মধ্যে তাছনিন সবার বড়।
মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসী পিতা জসিম উদ্দিন। তিনি বলেন, আমার মেয়ে স্থানীয়ভাবে তিনটি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা বৃত্তি অর্জন করেছে। তার মেধার প্রতি আমার আস্থা ছিল। ট্যালেন্টপুলে সে বৃত্তি পাওয়ায় আমি খুশি হয়েছি। মা বড় হয়ে মানুষের সেবা করবে।