
সমকালীন বাংলা সাহিত্যের পুরোধা সাহিত্য তাত্ত্বিক, সমালোচক ও প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্যের ১৩২ তম প্রবন্ধগ্রন্থ- “কথাপরিসর : বাংলাদেশ” প্রকাশিত হয়েছে। ২০১৮ ইংরেজি নববর্ষে প্রকাশিত এ প্রবন্ধগ্রন্থটি উৎসর্গ করেছেন বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আব্দুস শুকুরকে।
আজ সোমবার বিকালে পৌর মেয়র আব্দুস শুকুরের কাছে এ প্রবন্ধগ্রন্থটি হস্তান্তর করেন আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক।
আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক তপোধীর ভট্টাচার্য তাঁর “কথাপরিসর : বাংলাদেশ” গ্রন্থটি উৎসর্গ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মেয়র আব্দুস শুকুর। তিনি অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, এটি আমার জন্য এবং বিয়ানীবাজারবাসীর জন্য বিরল এক আনন্দলগ্ন। এই মুহূর্তে বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে জ্ঞানতাপস অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে জানাই কৃতজ্ঞতা ও অভিনন্দন।