লাওস আর ফিলিপাইনের ম্যাচের দিকে চেয়ে ছিল বাংলাদেশ ফুটবল দল। ফিলিপাইনের কাছে লাওস যদি হারে কিংবা ম্যাচটি যদি ড্রও হয়, তবে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে পা রাখবে বাংলাদেশ-এমনটাই ছিল সমীকরণ। সেই সমীকরণকে বদলাতে পারেনি আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারা লাওস। এবার ফিলিপাইনের কাছে ৩-১ গোলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ থেকে শুন্য হাতে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। জয়ী হওয়া ফিলিপাইন বাংলাদেশকে সাথে নিয়ে পৌঁছে গেছে সেমির মঞ্চে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিপাইনের (১১৪) চেয়ে অনেক পিছিয়ে লাওস (১৭৯)। তবে লাওসকে সাহস জোগাচ্ছিল অতীত ইতিহাস। আগের ১১ লড়াইয়ে লাওস জয় পেয়েছিল ছয়টিতে, ফিলিপাইন তিনটি ম্যাচে জয়ী; বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল। তবে এই এগিয়ে থাকার পরিসংখ্যানকে আরো সমৃদ্ধ করতে পারেনি লাওস। বেডিক জোবিন, গায়োসো জ্যাভিয়ের অগাস্টি আর বাহাদুরান মিসাগের গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। লাওসের জন্য স্বান্ত্বনাসূচক গোলটি করেন ফিটহ্যাক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে মাঠে গড়ায় ফিলিপাইন ও লাওসের ম্যাচটি। বঙ্গবন্ধু কাপের ‘বি’ গ্রুপে এটি দ্বিতীয় এবং গ্রুপপর্বে তৃতীয় ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলছিল ফিলিপাইন। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রান্ত দিয়ে লাওসের ডিফেন্সের পরীক্ষা নিচ্ছিলেন ফিলিপ ফরোয়ার্ডরা। গোলরক্ষক আর ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলবঞ্চিত হচ্ছিল প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলতে আসা ফিলিপাইনরা। তাদের অপেক্ষা ফুরায় ম্যাচের ৪৩ মিনিটে। বক্সে বাড়ানো বল ধরে গোলমুখে এগোচ্ছিলেন ফিলিপ ফরোয়ার্ড বেডিক। পা বাড়িয়ে তাকে ফেলে দেন লাওসের কাহার্ন ফেটসিভিলয়। পেনাল্টির সাথে সাথে কাহার্নকে হলুদ কার্ডও দেখান রেফারি। লাওসের গোলরক্ষখ পাসেউথ নড়াচড়া করার আগেই জালে জড়ায় বেডিকের স্পটকিক।

ম্যাচের ৫৪ মিনিটে অ্যাঞ্জেলস জেনভারের দারুণ ক্রসে মাথা লাগিয়ে ফিলিপাইনাকে ফের এগিয়ে দেন গায়োসো জ্যাভিয়ের।

৮১ মিনিটে ফের উল্লাসে মাতে ফিলিপাইন। নিজেদের বক্সে বল লাওসের সুকসান সুকসাভাথের হাতে লাগে। রেফারির পেনাল্টির বাঁশি বাজতে দেরি হয়নি। স্পটকিক থেকে ব্যবধান ৩-০ করেন ফিলিপ অধিনায়ক বাহাদুরান মিসাগ।

গোল আরো পেতে পারতো ফিলিপাইন। ম্যাচের ১৪ মিনিটে গোললাইনের ঠিক সামনে থেকে বল ফিরিয়ে দেন লাওসের এক ডিফেন্ডার। ৩৬ মিনিটে বক্সে বলে টোকা দিতে ব্যর্থ হন বেডিক।

ম্যাচের ৮৭ মিনিটে লাওসের ফিটহ্যাককে বক্সে ফাউল করেন ফিলিপ মিনেগিশি। পেনাল্টি থেকে ব্যবধান কমান ফিটহ্যাক নিজেই।

লাওসকে একবার ফিলিপাইন গোলরক্ষক ক্যাসাস মাইকেল, দুবার পোস্ট গোলবঞ্চিত করে। ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ছানথাফুনের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ক্যাসাস। ৪৮ মিনিটে বদলি হিসেবে নামা সকচিন্দা নাটফাসুকের হেড ফিলিপাইনের পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের যোগ করা সময়ে বদলি হিসেবে নামা কিয়েংথাভেসাকের শট ফিলিপাইনের ডান পোস্টে লাগে।

আগামী শুক্রবার বাংলাদেশ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে লড়বে। সে ম্যাচে জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।