বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ‘বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ শালেশ্বর’র উদ্যোগে আয়োজিত ১২তম বঙ্গবন্ধু স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ’র সভাপতি শাহির আহমদ’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ এবং প্রধান বক্তা ছিলেন কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন- আগামী প্রজন্মের মেধা বিকশিত করার মাধ্যমে একটি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। দেশের শিশু-কিশোরদের সঠিক ইতিহাস শিক্ষা দেয়ার দায়িত্ব আমাদের সকলের। বর্তমান সরকার সঠিক ইতিহাস প্রণয়ন করে কোমলমতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরছে। আমাদের সকলের উচিত শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার সুযোগ তৈরী করে দেয়া।’

অনুষ্ঠানে পরিষদ’র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইন উদ্দিন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেওলা ইউপি সদস্য হেলাল উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল আবেদীনসহ প্রমুখ।

পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০জন শিক্ষার্থীর হাতে সর্বোচ্চ মেধাবৃত্তি সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ পুরষ্কার হিসেবে তুলে দেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ শালেশ্বর’র উদ্যোগে ২০১৭ সালে ১২তম বঙ্গবন্ধু স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পরীক্ষায় মেধার ভিত্তিতে ২০জন শিক্ষার্থীকে বৃত্তি পুষ্কারের জন্য নির্বাচিত করা হয়।