সিলেটের বাদাঘাটে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগার আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসন হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কারাগারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ।

ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ বন্দির মানবেতর জীবনযাপনের কথা বিবেচনা করে ২০১১ সালের আগস্ট মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। সিলেট সদর উপজেলার বাদাঘাটে ৩০ একর জমির উপর অত্যাধুনিক সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণের কাজ শুরু হয়। ২শ’ ৭০ কোটি টাকা ব্যয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার এই প্রকল্প অবশেষে উদ্বোধন হচ্ছে। এর মধ্যদিয়ে প্রায় ২শ’ ৩০ বছর আগে নির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিরা জরাজীর্ণ পরিবেশ থেকে মুক্তি পাবে।

১৭৮৯ সালে সিলেট শহরের কেন্দ্রস্থল ধোপাদিঘীর পাড়ে ২৪ দশমিক ৬৭ একর জমির ওপর নির্মাণ করা হয়েছিল সিলেট জেল। ১৯৯৭ সালে সিলেট কেন্দ্রীয় কারাগারে রূপান্তরের পর এর ধারণ ক্ষমতা দাঁড়ায় এক হাজার দু’শ ১০-এ। কিন্তু বতর্মানে এই জেলে বন্দি রয়েছে প্রায় দ্বিগুণ।