১৪২৫ বাংলা বর্ষববরণ করতে বিয়ানীবাজার জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচী পালন করেছে বিদ্যালয় কতৃপক্ষ।

আজ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনমালায় ছিলো শুভাযাত্রা, শিক্ষার্থীদের তৈরী গ্রাম বাংলায় ব্যবহৃিত ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো: সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, আসরাফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাবেদ আহমদ, প্রধান শিক্ষক জয়নুল ইসলাম, পরিচালনা কমিটির সহ সভাপতি ফয়জুল ইসলাম, দাতা সদস্য প্রবাল চক্রবর্তী, আখতারুল ইসলাম, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, আতাউর রহমান, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজল হোসেন, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তন্ময় পাল চৌধুরী,৫২ বাংলা টিভির ডিরেক্টর ওয়াহিদুল ইসলাম, সাংবাদিক আবু তাহের রাজু, অভিভাবক আরিফ আহমদ ,কাসেম আহমদ প্রমূখ।

শিক্ষার্থীরা বৈশাখী বর্নিল সাজে পালকী ,নৌকা, বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতি অনুষ্ঠানে গান,নৃত্য, অভিনয়ে অংশ নেন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।