‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’ পুরাতন বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আহবানে বিয়ানীবাজার বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত হচ্চে। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া নববর্ষ বরণ অনুষ্ঠানে থাকছে দিনভর নানা আয়োজন।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/5.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/5.jpg” caption=” বাংলা নববর্ষ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে শিক্ষার্থীরা “]

সকালে এক পশলা বৃষ্টি আর উত্তরের হাওয়ায় জানিয়ে দিয়ে গেছে আজ পহেলা বৈশাখ। বৃষ্টির সতেজতা নিয়ে উপজেলা প্রশাসন মঙ্গলশোভাযাত্রা বের করে। এবারের প্রতিপাদ্য সকল কৃসংস্কার-জীর্ণতাকে ফেলে বাঙ্গালী সংস্কৃতি ঐতিহ্য ধারণ করো।

[image link=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/1.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/1.jpg” caption=” বিয়ানীবাজার পৌরসভার মঙ্গল শোভাযাত্রা “]

মঙ্গল শোভাযাত্রায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

[image link=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/2.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/2.jpg” caption=” বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা “]

উপজেলা চত্বর থেকে শুরু করে মঙ্গলশোভাযাত্রা পৌরশহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

[image link=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/4.jpg” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2018/04/4.jpg” caption=” বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা “]

মঙ্গল শোভাযাত্রা দেশীয় ঐতিহ্য-সংস্কৃতি বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা সেজেছে কৃষক, বর-কনে, জেলেসহ বিভিন্ন বাঙ্গালী পেশায়। তুলে আনা হয়েছে ভাটি বাংলার বাউলদের অবয়ব।