বিয়ানীবাজারে প্রেরণা আবৃত্তি উৎসব ২০১৮ আগামী ১৪ অক্টোবর রোজ রবিবার অনুষ্ঠিত হবে। প্রেরণা যুবচক্র উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা। দিনব্যাপী এ উৎসবে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা, আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি সন্ধ্যা।

আয়োজক সংগঠনসূত্র জানিয়েছে- বিয়ানীবাজারের পৌরশহরস্থ হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে উৎসবের শুরুতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের রেজিস্ট্রেশন শুরু হবে সকাল ১০টা ৫০ মিনিটে।

আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট’র সভাপতি নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার আমিরুল ইসলাম লিটন।

বেলা ২টায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে আবৃত্তি কর্মশালা। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা।

বিকাল ৩টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক কালের কন্ঠের চিফ রিপোর্টার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আজিজুল পারভেজ এবং বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।

তৃতীয় পর্বে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে শিমুল মুস্তাফার একক আবৃত্তি। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন প্রেরণা যুবচক্রের প্রতিষ্ঠাতা হাজী ফখরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় এম.এ. সালাম গ্রূপ এন্ড ট্রাস্ট।

এদিকে, প্রেরণা যুবচক্রের পক্ষ থেকে অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।