‘হাত ধুবো নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরশহরের গৌরিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল ইসলাম, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়া উদ্দিন আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ প্রতিপাদ্যের আলোকে স্যানিটেশন মাস উপলক্ষে আজ বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পৌরশহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।