রোটারী ক্লাব বিয়ানীবাজার’র উদ্যোগে লো কস্ট হাউজিং প্রকল্পের অধীনে স্যানিটেশনশ নবনির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের খাসা (বাঘরটিল্লা) এলাকায় গৃহহীনদের নিকট স্বল্প মূল্যে স্যানিটেশনশ নবনির্মিত বসতগৃহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজার’র প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান’র সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর বলেন, রোটারী ক্লাব অব বিয়ানীবাজার’র এমন উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

এসময় আরও উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান শাব্বির আহমদ, পিপি রোটারিয়ান ফখর উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামাল হুসেন, সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মতিন, ট্রেজারার রোটারিয়ান আলাল উদ্দিন, জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান দেলোয়ার হোসেন, মেম্বার রোটারিয়ান আবু বাক্কার, রোটারিয়ান ইকলাছ হোসেন, রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান সুলতান আহমদ প্রমুখ।