সিলেটের গোটাটিকর এলাকার আজ শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যুৎ টাওয়ার ভেঙ্গে গেছে। ৩৩ কেবির এ টাওয়ার ভেঙ্গে পড়ায় বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জকিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ সময় লেগে যাবে।

বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে বিয়ানীবাজার উপজেলার তিন ভাগ এলাকায় আজ বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এর মাঝে বিকালে পুনরায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন লণ্ডভন্ড হয়ে গেছে।

স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরসহ আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে তারা সক্ষম হয়। বিকালের মধ্যে আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছিলো। এর মধ্যে বিকাল ৪টায় কাল বৈশাখী ঝড় শুরু হলে পুরো উপজেলার অবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়ে। বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন।

বৃহস্পতিবারের ঝড়ে বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে ৫টি খুঁটি ভেঙ্গেছিল। এছাড়া অজস্র এলাকায় বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। আজ শুক্রবারের ক্ষয়ক্ষতির বিষয়টি রাত ৮টা পর্যন্ত জানার চেষ্টা চলছে। কাল সকালের মধ্যে পুরো অবস্থা জানা যাবে।

গোলাপগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল আহাদ গোটাটিকর এলাকায় বিদ্যুতের ৩৩ কেবি লাইনের একটি টাওয়ার ভেঙ্গে পড়ার বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবহিত করেন। তিনি উল্লেখ করেন এ টাওয়ার ভেঙ্গে পড়ায় তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, সারা দিন কাজ করে কিছুটা গুছিয়ে আনা হয়েছিলো। আমরা চেষ্টা করেছিলাম শনিবার দুপুরের মধ্যে সমস্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিন্তু বিকালের ঝড়ে আবার সবকিছু লণ্ডভণ্ড করেছে ফেলেছে। তিনি বলেন, এখন যা অবস্থায় শনিবার রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ জাগছে। তদবে চেষ্টা করছি আবহাওয়া সহায় হলে দ্রুত সময়েরে মধ্যে সবকিছু স্বাভাবিক করতে।