জুড়ী উপজেলার বেলবাড়ি এলাকায় বন্যহাতির উপদ্রবে স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছেন। দু’দিন ধরে বন্যহাতির উপদ্রবে ওই এলাকার ৫০-৬০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে জানান জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মনি কিশোর রায় চৌধুরী।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের বেলবাড়ি এলাকায় গত সোমবার রাতে হঠাৎ ৬-৭টি বন্যহাতি পাহাড় থেকে নেমে ধানি জমিতে তাণ্ডব শুরু করে। তখন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার ভোর হওয়ার আগেই পাহাড়ে চলে যায় হাতির দল।

বুধবার দুপুরে ফের হাতির দল ওই এলাকায় তাণ্ডব শুরু করে বলে স্থানীয়রা জানান।

জুড়ী রেঞ্জ অফিসার আ. মান্নান বলেন, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতির দল পাহাড়ে চলে গেছে।