মৌলভীবাজারের জুড়ীতে চারটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ আগস্ট) জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদোর্ত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, বিদেশী প্রসাধনীতে অতিরিক্ত দাম লিখা, খাদ্যপণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে মেসার্স মুনিম স্টোরকে ২ হাজার টাকা, এমবি কসমেটিক্সকে ২ হাজার টাকা, মা কসমেটিক্সকে ১ হাজার ৫শত টাকা, শাহপরাণ রেস্টুরেন্টকে ৫ শত টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এই অভিযানে সহযোগিতায় ছিল জুড়ী থানা পুলিশ ফোর্স।